Author Topic: ভ্যাট রেজিষ্ট্রেশন প্রক্রিয়া!  (Read 7302 times)

Rashadul Islam

  • Administrator
  • Newbie
  • *****
  • Posts: 45
  • Karma: +0/-0
    • View Profile

Quote
করযোগ্য পণ্য উৎপাদনকারী- যাদের বার্ষিক টার্ণওভার ৬০ লক্ষ টাকা।
করযোগ্য পণ্য প্রদানকারী- যাদের বার্ষিক টার্ণওভার ৬০ লক্ষ টাকা
যেসব ব্যবসায়ীর উপরে মূল্য সংযোজন কর আরোপ হয়েছে তাদের করদাতা হিসেবে সনাক্ত করার জন্য সংশ্লিষ্ট এলাকার মূল্য সংযোজন কর বিভাগীয় কার্যালয় থেকে একটি নম্বর দেওয়া হয়। এই নম্বরটি হল নিবন্ধন নম্বর, আর যে পত্রে এই নম্বর দেওয়া হয় তাকে নিবন্ধন-পত্র বলে।

সেবার পরিধি: সরকারি সেবা
মন্ত্রণালয়: অর্থ মন্ত্রণালয়
সেবা প্রদানকারী প্রতিষ্ঠান: অর্থ বিভাগ
মূসকের প্রচলিত হার: ১৫%

যাদের জন্য এই নিবন্ধন বাধ্যতামূলক:

করযোগ্য পণ্য উৎপাদনকারী- যাদের বার্ষিক টার্ণওভার ৬০ লক্ষ টাকা।
করযোগ্য পণ্য প্রদানকারী- যাদের বার্ষিক টার্ণওভার ৬০ লক্ষ টাকা।
আমদানীকারক।
রপ্তানিকারক।
ব্যবসায়ী (পরিবেশক, পাইকারি ও খুচরা বিক্রেতা)
যেভাবে আবেদন করবেন:

আবেদনের জন্য আপনাকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অফিস থেকে ফর্মটি সংগ্রহ করতে হবে। অথবা অর্থ বিভাগের ওয়েবসাইট থেকে ফর্মটি ডাউনলোড করতে পারেন।

প্রতিষ্ঠানের নাম, এটা কোন ধরনের প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানটি কোন কর্পোরেট গ্রুপ হয়ে থাকলে তার নাম, প্রতিষ্ঠানটির স্থানীয় ও প্রধান অফিস এবং কারখানার ঠিকানা, প্রতিষ্ঠানের প্রধানের ঠিকানা, ব্যাংক একাউন্ট নম্বর, কর প্রদানের সনদপত্র, টিন নম্বর, কোন ধরনের নিবন্ধন এবং আগে নিবন্ধিত হয়ে থাকলে তার নম্বর উল্লেখ করতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্রসহ মূল্য সংযোজন কর বিভাগীয় কর্মকর্তার কার্যালয়ে এই ফরম পূরণ করে আবেদন দাখিল করতে হবে। নিবন্ধিত হওয়ার পর মূসক বিভাগীয় দপ্তর থেকে মূসক নিবন্ধন-পত্র দেওয়া হবে।

প্রয়োজনীয় কাগজপত্র:

সঠিক ও নির্ভুলভাবে মূল্য সংযোজন কর নিবন্ধনের আবেদন পত্র ফরম
নবায়নকৃত ট্রেড লাইসেন্সের সত্যায়িত ফটোকপি
জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি
টিআইএন সার্টিফিকেটের সত্য্যয়িত কপি
মালিক/ব্যবস্থাপনা পরিচালক এর পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি।

আমদানিকারকের ক্ষেত্রে নবায়নকৃত আইআরসি এর সত্যায়িত ফটোকপি।
রপ্তানিকারকের ক্ষেত্রে নবায়নকৃত ইআরসি এর সত্যায়িত ফটোকপি।
পণ্য উৎপাদনকারীর ক্ষেত্রে মূসক-৭ এ উল্লেখিত তথ্য (ব্লু প্রিন্ট, প্ল্যান্টের বর্ণনা, যন্ত্রপাতির বর্ণনা, উৎপাদিত পণ্য ও ব্যবহৃত উপকরণ সম্পর্কিত ঘোষণা ইত্যাদি)

ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে সংশ্লিষ্ট ব্যাংকের প্রত্যয়নপত্র/ প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি।
লিমিটেড কোম্পানির জন্য মেমোরেন্ডাম অব আর্টিকেলস, এসোসিয়েশন অব আর্টিকেলস এবং সার্টিফিকেট অব ইনকর্পোরেশন, পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে অংশীদারীত্বের চুক্তিপত্র
জমির/বাড়ির/ভবনের/প্রাঙ্গণের মালিকানা বা ভাড়া সংক্রান্ত কাগজপত্র
কেন্দ্রীয় নিবন্ধন হলে সংশ্লিষ্ট সকল বিষয় কেন্দ্রের/শাখার তালিকা।
নিবন্ধন ফি: কোন ফি নেই।

নিবন্ধন পত্র পাওয়া যাবে: ২৪ ঘণ্টার মধ্যে।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে হবে:
জাতীয় রাজস্ব বোর্ড
সেগুনবাগিচা, ঢাকা-১০০০
ফোন-৮৩১৮১২০-২৬, ৮৩১৮১০১-০৮
ওয়েব: www.nbr-bd.org
লিংক: https://goo.gl/RF0WWa

ভ্যাট সংক্রান্ত যেকোনো বিষয় সম্পর্কে জানতে বিনামূল্যে কল করুন: ১৬৫৫৫
ল্যান্ড ফোন বা বিদেশ থেকে কল করুন: ০৯৬৭৮০১৬৫৫৫


(Source:http://uddoktarkhoje.com)
Regards,
Md. Rashadul Islam
Operation Manager
Bangladesh Venture Capital Ltd.