Author Topic: গুগল এডসেন্স কি ? কিভাবে এডসেন্স দিয়ে আয় করা যায়?  (Read 4413 times)

monowarkamal

  • Full Member
  • ***
  • Posts: 130
  • Karma: +0/-0
    • View Profile

গুগল এডসেন্স কি ? কিভাবে এডসেন্স দিয়ে আয় করা যায়?
 December 13, 2017  Aminul Islam  Internet & Money
গুগল এডসেন্স কি এবং এটি কিভাবে কাজ করে? আপনি কি এডসেন্সGoogle Adsense কি ? কিভাবে কাজ করে বাংলায় থেকে টাকা ইনকাম  করতে পারবেন? খুবই কমন কিছু প্রশ্ন।

আপনার গুগল এডসেন্স এর জন্য গাইড নিন এবং জেনে নিন এডসেন্স এপ্লাই করার পূর্বে জেনে রাখা আবশ্যক পয়েন্ট গুলো।

গুগল এডসেন্স আয়
আপনি যদি ব্লগিং শুরু করে থাকেন এবং অনলাইনে নিয়মিত ঘাটাঘাটি করে থাকেন, আপনি গুগল এডসেন্স কি তা সম্পর্কে শুনেছেন। গুগল এডসেন্স হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আডভারটাইজিং মাধ্যম, যার মাধ্যমে আপনি আপনার Website এ গুগলের বিজ্ঞাপন দিয়ে টাকা ইনকাম করতে পারবেন। উপরের চিত্রে লাল অংশটুকু হলো গুগল অ্যাড

এই পোষ্টে আমি আপনাকে এডসেন্স সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা দেয়ার চেষ্টা করব। গুগল এডসেন্স কি এবং কিভাবে এটি আমার ইনকাম এর একটি উপায় হলো তা শেয়ার করব। আপনিও ঘরে বসে ইনকাম করতে পারেন।

গুগল এডসেন্স কিভাবে কাজ করে?
ধরুন আপনার একটি ব্যাবসা আছে। ব্যাবসার প্রসারের জন্য অনলাইনে বিক্রয় বৃদ্ধি করতে আপনি গুগলে বিজ্ঞাপন দিলেন। গুগল আপনার ওয়েবসাইট প্রচার করবে আমার ওয়েবসাইটে। আপনি হলেন অ্যাডভারটাইজার আর আমি হলাম পাবলিশার।

গুগল প্রকাশক বা পাবলিশার এর সাথে, বিজ্ঞাপনদাতা থেকে প্রাপ্ত রেভেনিওর (লাভের) প্রায় ৬৮% শেয়ার করে। এর মানে হল যে কোন বিজ্ঞাপনদাতা তার বিজ্ঞাপনের প্রতিটি ক্লিকের জন্য $ 1 প্রদান করে, অ্যাডসেন্স পাবলিশারকে $0.68 প্রদান করে এবং নিজের জন্যে $0.32 রাখে।

Google Adsense কি , কেন এডসেন্স সম্পর্কে জানবেন?
গুগল এডসেন্স ছাড়াও আরো অনেক নেটওয়ার্ক পাবেন মার্কেট গুলোতে যারা ৭৫% পর্যন্ত রেভেনিও শেয়ার করবে আপনার সাথে। কিন্তু গুগল এডসেন্স কি , তা বিবেচনা করবেন নিচের কিছু পয়েন্ট এর কারণেঃ 

এটি গুগল (বিশ্বের আইটি জায়ান্ট) এর মালিকানাধীন। আপনার পেমেন্ট নিশ্চিত।
এটি গুগল এর আয়ের একটি বড় অংশ তৈরি করে। গুগলের মাসিক আয় সম্পর্কে আপনার নিশ্চয় ধারণা আছে। এই আয়ের কিছু অংশই গুগল আপনাকে দেয় প্রকাশক হিসেবে।
এডসেন্স বিজ্ঞাপনগুলি মোবাইল ডিভাইসগুলিতেও দেয়া যায়।
গুগল এডসেন্স এর শর্ত পূরণ করে এমন যে কোনও ওয়েবসাইটের সাথে যে কেউ অ্যাডসেন্স প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে।
Google Adsense এর কঠোর নিয়ম আছে যা কোন কারণে লঙ্ঘন করা উচিত নয়। একটি এডসেন্স প্রকাশক হিসাবে আপনার দায়িত্ব এবং নিয়ম অনুসরণ করাও আপনার গুরু দায়িত্বের মধ্যে পরে।
গুগল এডসেন্স ডেস্কটপ ওয়েবসাইট, ভিডিও, গেমস, মোবাইল অ্যাপস এবং আরও অনেক কিছুর জন্য উন্মুক্ত।
এডসেন্স বিজ্ঞাপন টেক্সট এবং ইমেজ সহ বিভিন্ন বিন্যাস এবং মাপ থাকে।
গুগল এডসেন্স প্রকাশকদের Google Inc. দ্বারা পেমেন্ট করা হয় যা সম্মানের ভাগীদার
গুগল এডসেন্স পাবার শর্ত
আপনার ব্লগ বা ওয়েবসাইট নুন্যতম ৬ মাস পুরনো হতে হবে। ব্যাতিক্রম হতে পারে যদি আপনার ওয়েবসাইট ক্যাটেগরি একক হয় এবং আপনি সুন্দর করে সাজাতে পারেন তাহলে ১ মাসেও সম্ভব। এই ওয়েবসাইট মাত্র ২০ দিনের মাথায় অ্যাডসেন্স ছাড়পত্র পায় 🙂 কারন হিসেবে বলা যায় ইউনিক ক্যাটেগরি/ Unique Niche- আমার কথা
মিনিমাম ৩০-৩৫ টা ইউনিক পোস্ট থাকতে হবে আপনার সাইটে। অবশ্যই আপনার ওয়েবসাইটের ক্যাটেগরির সাথে মিল থাকতে হবে।
বেসিক এসইও করুনঃ বেসিক সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জরুরী। এটা গুগল কে বোঝাতে সাহায্য করে আপনার সাইট ভিজিটর পেতে তৈরি।
ওয়েবসাইটে সকল পোস্ট/আরটিকেল ইউনিক হতে হবে। কোথাও থেকে কপি করে দেয়া যাবেনা।
অন্য কোন নেটওয়ার্ক এর এড আপনার সাইটে থাকলে, এডসেন্স আবেদনের পূর্বেই তা স্থগিত রাখুন। গুগল সাধারণত ফ্রেশ ওয়েবসাইট পছন্দ করে।
Adult/Hacking রিলেটেড Web Site হওয়া যাবেনা।
হোম পেইজ/লেন্ডিং পেইজ সিম্পল রাখুন। সাইট লোডিং টাইম ৩ সেকেন্ডের মধ্যে রাখুন। কারন গুগল স্লো সাইট পছন্দ করেনা। আপনার সাইট স্পীড টেস্ট করুন।
এডসেন্স কোড আপনার সাইটে সঠিক ভাবে বসান।
সকল শর্ত মেনে এডসেন্স আবেদন করে থাকলে গুগল সাধারণত ৭-১০ দিন সময় নেয় সাইট রিভিউ করার জন্যে।

Google Adsense কি ? প্রকাশকদের জরুরী পরামর্শ
CPC, CPM, CTR, PPC কি?
CPC-Cost Per Click : গুগল এডসেন্স থেকে আয়ের সবচেয়ে ভালো উপায় হলো CPC. এর মানে, আপনার ওয়েবসাইটের ভিজিটর যতবার আপনার অ্যাড এ ক্লিক করবে আপনি টাকা পাবেন।  তারমানে এই না, নিজেই নিজের অ্যাড এ ক্লিক করা যাবে। প্রকাশক নিজের অ্যাড এ ক্লিক করা কঠোরভাবে নিষেধ। গুগল এডসেন্স কি, জানার প্রথম শর্ত, আপনাকে গুগল এডসেন্স এর শর্ত মেনে চলতে হবে।

গুগল আমাদের সবার চেয়ে অনেক বেশি স্মার্ট। গুগলের সার্চ এলগোরিদম এতটাই শক্তিশালী, এটাকে ফাকি দেয়া অসম্ভব। আত্মীয়স্বজন দের দিয়ে অ্যাড এ ক্লিক করানো কৌশল করবেন না। গুগল ধরতে পারলে আপনার একাউন্ট বাতিল করে দিবে।

CPM- Cost per thousand Impression : ভিজিটর আপনার অ্যাড যতবার ভিউ করলো। প্রতি এক হাজার বার ভিউ এর জন্যে গুগল আপনাকে টাকা পে করবে।

CTR-Click Through Rate : আপনার কত শতাংশ ভিজিটর অ্যাড এ ক্লিক করলো। সাধারণত CTR ২-৫% হওয়া ভালো।

আপনি যদি বেশি CPC কিওয়ার্ড দিয়ে আর্টিকেল সাজাতে পারেন তবে ২-৫% CTR দিয়েও খুব ভালো ইনকাম করা যায়।

CTR ১৫% এর বেশি গেলে আপনার একাউন্ট বাতিল হয়ে যাবে। গুগল মনে করে ২-৫% CTR স্ট্যান্ডার্ড। এর বেশি মানে প্রকাশক নিজে বিভিন্ন উপায়ে অ্যাড এ ক্লিক করাচ্ছে যা গুগল এর নীতির বাইরে।

PPC-Pay Per Click : বিজ্ঞাপনদাতার উপর গুগল এই মেথড ফলো করে। এর মানে আপনার ওয়েবসাইট এ যে বিজ্ঞাপন গুগল দিবে তার উপর প্রতি ক্লিকে গুগল বিজ্ঞাপনদাতা থেকে যে অর্থ নিবে সেটাই PPC।

গুগল এডসেন্স থেকে কত ইনকাম করতে পারবেন?
ইনকাম আপনার আর্টিকেল লেখা এবং ওয়েবসাইট প্রচারের উপর নির্ভর করে।

আপনার সাইটে যত বেশি ভিজিটর আসবে তত বেশি আপনার CPM হবে।

আর CPM বাড়লে CTR এমনিতেই বাড়তে থাকবে।

সর্বদা CTR খেয়াল রাখবেন। প্রতিদিন একবার হলেও আপনার এডসেন্স একাউন্টে লগইন করে দেখে নিন আপনার CTR

CTR ১০% এর বেশি হয়ে গেলে এড অফ করে দিন। ১ দিন দেখুন CTR রেট কমে আসলে আবার এড ডিস্প্লে করুন।

CTR এবং ভিজিটর ডিটেইলস পেতে গুগল এনালাইটিক্স ব্যাবহার করবেন। গুগল এনালাইটিক্স অত্যন্ত শক্তিশালী একটি টুল ওয়েব মাস্টারদের জন্যে।

বাংলায় সাইট হলে কি করবেন?
এডসেন্স দিয়ে যদি ভালো কিওয়ার্ড রিসার্চ করে আর্টিকেল সাজানো যায় এবং মাসে হাজার ডলার ইনকাম করা যায় সহজেই।

আপনার সাইট যদি হয় বাংলায় সেইক্ষেত্রে আপনাকে একটু বেশি এডভান্স হতে হবে। কারন বাংলায় ভালো CPC কিওয়ার্ড পাওয়া কষ্টসাধ্য।

বাংলায় আপনার সাইট হলে অবশ্যই সোশ্যাল মিডিয়া তে আপনাকে ব্যাপক শক্তিশালী হতে হবে।

গুগল এডসেন্স কোড কিভাবে বসাবেন?
এডসেন্স এপ্রুভ হবার পর প্রধান কাজ তা সাইটে ইমপ্লিমেন্ট করা।

ওয়ার্ডপ্রেস দিয়ে যদি সাইট বানিয়ে থাকেন তবে প্লাগইন ব্যবহার করুন।

‘Advance Ads’ প্লাগইন টি ব্যবহার করতে পারেন।

গুগল এডসেন্স কোড বসানোর স্টেপ ১
আপনার এডসেন্স একাউন্টে লগইন করুন। My Ads>New ad unit এ ক্লিক করুন।

গুগল এডসেন্স কোড কিভাবে বসাবেন প্রথম ধাপ

এডসেন্স কোড বসানোর স্টেপ ২
‘New add unit’ এ ক্লিক করলে নিচের উইন্ডো ওপেন হবে। যেকোন একটি টাইপ সিলেক্ট করুন।
গুগল এডসেন্স কোড কিভাবে বসাবেন দ্বিতীয় ধাপ

এডসেন্স কোড বসানোর স্টেপ ৩
টাইপ সিলেক্ট করার পর, এড উনিট এর নাম দিন (এড যদি হয় হেডার ব্যানার তাহলে নাম দিন Head Banner)

‘Ad Type’ সিলেক্ট করুন, শুধু টেক্সট এড চান নাকি ছবি সহ তা মেনশন করুন।

এড সাইজ যেটা দেয়া থাকে ‘Responsive’ সেটা রাখাই ভালো। তাহলে আপনার সাইটে সকল এড ই আসবে,

‘Save and get code’ ক্লিক করুন (একদম নিচে)

গুগল এডসেন্স কোড কিভাবে বসাবেন তৃতীয় ধাপ

Google Adsense কোড বসানোর স্টেপ 8
গুগল আপনাকে আপনার সাইটের কোড দিয়ে দিবে। এখন কোডের উপর ক্লিক করলেই কপি অপশন আসবে।

কোড কপি করে নিন। এইবার কোড আপনার সাইটে বসাতে হবে।

গুগল এডসেন্স কোড কিভাবে বসাবেন চতুর্থ ধাপ

এডসেন্স কোড বসানোর স্টেপ ৫
আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে Advance Ads>Ads ক্লিক করুন।

গুগল এডসেন্স কোড কিভাবে বসাবেন পঞ্চম ধাপ

এডসেন্স কোড বসানোর স্টেপ ৬
আপনার এডস এর ভিতর থেকে “New Ads” এ ক্লিক করুন।

(নিচের ছবিতে কিছু এড দেখাচ্ছে, আপনার সাইটে প্রথম এডসেন্স বসানোর সময় নিচের এড ডিটেইলস গুলো থাকবেনা)

গুগল এডসেন্স কোড কিভাবে বসাবেন ষষ্ঠ ধাপ

Google Adsense কোড বসানোর স্টেপ ৭
‘New Ads’ ক্লিক করার পর নিচের উইন্ডো পাবেন। আপনার নতুন এড এর একটি নাম দিন। একদম নিচে অ্যাডসেন্স এডস এ টিক দিন।
গুগল এডসেন্স কোড কিভাবে বসাবেন সপ্তম ধাপ

Google Adsense কোড বসানোর স্টেপ ৮
নিচের ছবিতে মাঝের খালি জায়গায় এডসেন্স থেকে পাওয়া কোড টি বসান।

‘Get Details’ এ ক্লিক করুন। দেখবেন আপনার পাবলিশার আইডি এবং এড ডিটেইলস চলে আসবে।

গুগল এডসেন্স কোড কিভাবে বসাবেন অষ্টম ধাপ

গুগল এডসেন্স কোড বসানোর স্টেপ ৯
সর্বশেষ ডান দিকে ‘Publish’ বাটনে ক্লিক করুন। একটু সময় নিন। দেখবেন আপনার এড তৈরি।

গুগল এডসেন্স কোড কিভাবে বসাবেন ধাপ ৯

Google Adsense কোড বসানোর স্টেপ ১০
১৫-২০ মিনিট সময় দিন। তারপর আপনার ব্রাউজার দিয়ে সাইট ভিজিট করুন। আপনার এড দেখবেন চলে আসছে সাইট এ।

ওয়েবসাইট এ গুগল এডসেন্স এড

কোন কারণে যদি এড না আসে তাহলে আরেকটি এড তৈরি করুন একই পদ্ধতিতে।

কিন্তু এইবার স্টেপ ২ তে ভিন্ন টাইপ সিলেক্ট করুন। এবং একই স্টেপ গুলো ফলো করুন।

তারপরও যদি এড সাইটে না দেখায় সেই ক্ষেত্রে Google Adsense Help Forum এ পোস্ট করুন। কোন এক্সপার্ট আপনার সাইট দেখে একটা সলিউশন দিবে।

গুগল এডসেন্স কি, কিভাবে কাজ করে, Google Adsense কি ভাবে একাউন্ট খুলবেন? কোন তথ্য বা পরামর্শ জানতে ইমেইল করুনঃ admin@amarkotha-bd.com

আরো বিস্তারিত এবং কিভাবে কোন মেথড ব্যাবহার করতে হবে তা আমাদের সাইট এ আপডেট ভার্সন পাবেন শীঘ্রই।
https://www.amarkotha-bd.com/know-google-adsense-bangla/