Author Topic: Rising Digital Marketing Agency of Bangladesh  (Read 2169 times)

Rashadul Islam

  • Administrator
  • Newbie
  • *****
  • Posts: 45
  • Karma: +0/-0
    • View Profile
Rising Digital Marketing Agency of Bangladesh
« on: March 11, 2018, 09:45:27 PM »

ডিজিটাল মার্কেটিং-এ খুব দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ইন্টারনেট সহজলভ্য হয়ে যাওয়ার পর ডিজিটাল মার্কেটিং এখন আগের চেয়ে অনেক বেশি এগিয়ে যাচ্ছে। এদের মধ্য থেকে এসডি এশিয়া তুলে ধরেছে বাংলাদেশের উদীয়মান সেরা ৬ ডিজিটাল মার্কেটিং এজেন্সিকে।

Analyzen

Analyzen বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল মার্কেটিং এজেন্সি। শুরুতে ওয়েব এবং মোবাইল এপ্লিকেশন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে থাকা Analyzen এখন আরও অনেক দিকেই নিজেদেরকে বিস্তৃত করেছে। স্যামসং মোবাইল, ইউনিলিভার, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ডেল, নেসলে, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, প্রাণ, বার্জার পেইন্টস, ক্যাটস আই, বাংলালিংক, রেডিও ফুর্তিও সহ আরও অনেক ক্লায়েন্টের সাথে কাজ করছে তারা।

ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়ার ডেভেলপমেন্ট, ফেসবুক ও মোবাইল এপ্লিকেশন ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ডিজিটাল স্ট্রেটিজি মেকিং এর সেবা প্রদান করে আসছে তারা।

তাদের মার্কেটিং ক্যাম্পেইন ব্যাবহার করে স্যামসাং মোবাইল ফোন ওয়ার্ল্ড ব্র্যান্ড কংগ্রেস ২০১৪’র সেরা ব্র্যান্ড হিসেবে পুরস্কার পেয়েছে।অনলাইনে জনপ্রিয়তা পাওয়া রেক্সপোসড সিরিজ বানিয়েছিল এই Analyzenই।

ইমেইল: sayeef@analyzenbd.com
মোবাইল: +8801817576906

Magnito Digital

পুরোদমে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছে Magnito Digital। মান সম্মত কাজের মাধ্যমে খুব দ্রুত বাংলালিংক, গ্রামীনফোন,ইউনিলিভার, মেরিকো, আমেরিকান এক্সপ্রেসসহ বড় বড় ৩০টি কোম্পানিকে ক্লায়েন্ট হিসেবে পেয়েছে তারা।বাংলালিংক ফুটবল ফিয়েস্তার মত সফল আয়োজন সম্পন্ন করেছে তারা। বিভিন্ন ধরণের এনিমেশন, মোবাইল ও ফেসবুক এপ্লিকেশন তৈরি করে যাচ্ছে তারা।

ম্যাগনিটোর এক্টিভেটিং উইং ম্যাগনিটো মোশন অফলাইন এক্টিভেটিসের সাথে সামঞ্জস্য রেখে অনলাইন এক্টিভিটির কাজও করছে। ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪ নিয়েও কাজ করেছে তারা। এখনই ডট কমের হয়ে হেলিকপ্টার রাইড কন্টেস্টেরও আয়োজনও তাদের বানানো।

২০১৪ সালের মাঝামাঝি সময়ে ম্যাগনিটো রাডার নামে বাংলাদেশের প্রথম সোশ্যাল মিডিয়া ড্যাশ-বোর্ড চালু করে।এই ড্যাশবোর্ডের মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ড এবং এজেন্সিগুলো তাদের সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের পরিসংখ্যান ট্র্যাক ও সেটা নিয়ে নিজেদের প্ল্যানও সাজাতে পারে তারা।দেশের বাইরেও এই ড্যাশ-বোর্ডকে জনপ্রিয় করার জন্য এখন কাজ করে যাচ্ছে ম্যাগনিটো।

যোগাযোগ- আমির খান, ডিরেক্টর
ফোন 01711699858
ইমেইল: amer@magnitodigital.com

 

Strategeek Digital

Maverick Studios হিসেবে পরিচিত ছিল Strategeek Digital।ডিজিটাল স্ট্রেটিজি- কনসালটেন্সিসহ ডিজিটাল মার্কেটিং এর সব বিভিন্ন সেবা দিয়ে আসছে তারা। Strategeek Digital রবি স্টোর লোকেটরের মত বিভিন্ন মোবাইল এপ্লিকেশনও তৈরি করে থাকে।

নেসলে বাংলাদেশ এবং রবি আজিয়াটা লিমিটেডকে দেয়া সেবার স্বীকৃতি হিসেবে ডিজিটাল সার্ভিস কন্ট্রাক্টের পুরস্কার পেয়েছে। তাদের সফল সোশ্যাল মিডিয়া মার্কেটিংএর মাধ্যমে রবি ১ মিলিয়নের বেশী ফেসবুক ফ্যান পেয়েছে। বিশ্বের সবচেয়ে বড় ফ্ল্যাগ সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের মাধ্যমে ১.১ মিলিয়ন মানুষের কাছে পরিচিতি পেয়েছিল রবি।

তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যানিং এর মাধ্যমেই রবি ফেসবুকের সবচেয়ে বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে তৃতীয় স্থান অর্জন করেছে।এছাড়া রবি কমিউনিটি চেইনের জন্য কমওয়ার্ড সিলভার পুরস্কারও জিতে নেয় তারা।

যোগাযোগ: সিদরাত তালুকদার
ফোন:  01814 663 207.
ইমেইল: sidrat@maverickbd.com

WebAble

WebAble একটি ডিজিটাল ক্রিয়েটিভ এজেন্সি। ওয়েব ভিত্তিক সহায়তার মাধ্যমে বিজনেসকে এগিয়ে নিয়ে যেতেই কাজ করে থাকে তারা। প্রতিষ্ঠানটি ওয়েব ডিজাইন,সোশ্যাল মিডিয়া, কন্টেন্ট মার্কেটিং এবং এড ম্যানেজমেন্ট সার্ভিস প্রদান করে আসছে।

টেক মার্কেটের বিভিন্ন কোম্পানি কাছ থেকে বিশ্বস্ততা অর্জন করেছে WebAble। অনলাইন প্রেজেন্স এবং ROI এর মাধ্যমে ডিজিটাল ওয়ার্ল্ড ও সোশ্যাল মিডিয়া ট্রেন্ড বুঝে ক্লায়েন্টদেরকে সেবা প্রদান করে আসছে।

সারা বিশ্বে মাল্টি চ্যানেল অনলাইন মার্কেটিং এর মাধ্যমে মাত্র দুই মাসের মধ্যে সুবিধা-বঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষার জন্য জাগো ফাউন্ডেশনের জন্য ২৩৫টি স্পন্সর জোগাড় করে দিয়েছে WebAble।তারা সোশ্যাল মিডিয়া এক্টিভেশনের মাধ্যমে মহাখালীতে অবস্থিত সি এম পেট্রোলের ২০% অকটেন বিক্রি বাড়িয়ে দিয়েছে। ডাটা ও ইঞ্জিনিয়ারিয়ারিং এর অনন্য সমন্বয়ের মাধ্যমে নিজেদের কাজ গুলো করে থাকে প্রতিষ্ঠানটি।

যোগাযোগ : অভিক আলম (সহ প্রতিষ্ঠাতা) 01794777103
ইমেইল: ovick@webable.com.bd
টুইটার: @OvickAlam

কুকি জার

বিজনেসের ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিংকে যারা কোর সোর্স হিসেবে ব্যাবহার করতে চায় তাদেরকে লক্ষ্য করেই কাজ করে যাচ্ছে কুকি জার। জিএসকে, পেপসিকো, এখানেই ডটকম, চালডাল ডট কম এবং এয়ারটেলের মত কোম্পানিকে বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছে। বড় বড় কোম্পানির মত নতুন শুরু হওয়া কোম্পানিদেরকেও সার্ভিস দিচ্ছে তারা।

কন্টেন্ট ক্রিয়েশন ম্যানেজমেন্ট, রিলেশনশিপ ম্যানেজমেন্ট, এড ক্যাম্পেইন ম্যানেজমেন্টের মত বিভিন্ন ধরণের সেবা দিয়ে থাকে তারা।সব সময় নতুন নতুন আইডিয়ার মাধ্যমে ক্লায়েন্টদের সেবা নিশ্চিত করে আসছে তারা।

যোগাযোগ: কায়সার ভুঁইয়া
ফোন: 01713415705
ইমেইল: kaisar@cookiejarbd.com

Unifox Digital

বাংলাদেশের সর্বপ্রথম গুগল এডসেন্সের সাথে মিলে কাজ করেছে Unifox Digital। বিশ্বমানের আইটি প্রোফেশনালসদের সাথে নিয়ে অস্ট্রেলিয়া-সিঙ্গাপুরের মত বিভিন্ন দেশের সঙ্গে অনলাইন মার্কেটিং করে আসছে প্রতিষ্ঠানটি। ডিজিটাল স্ট্রেটিজি, টার্গেট এড, ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল ও এপ্লিকেশন ডেভেলপমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপ্টিমাইজিং সার্ভিসের মাধ্যমে স্থানীয় বিজ্ঞাপন দাতাদের সাহায্য করে যাচ্ছেন তারা। ব্যবহারকারীদের অভিজ্ঞতার ভিত্তিতে রিসার্চ করে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজিং সার্ভিস চালিয়ে আসছে Unifox Digital । টেলিকম,খাবার, দুগ্ধজাত পণ্য, অটোমোটিভ পণ্য এবং গ্যাজেটসহ বিভিন্ন ইন্ডাস্ট্রির ক্লায়েন্টের সাথে কাজ করছে ।

গত বছর জানুয়ারিতে শুরু হওয়া নতুন এই কোম্পানিটি এখন অনেকগুলো প্রোজেক্ট নিয়ে কাজ করে যাচ্ছে। ওপেন ই-কমার্স সুবিধার মাধ্যমে ই-কমার্স সংক্রান্ত বিজনেস বান্ধব পরিবেশ তৈরিতে কাজ করে যাচ্ছে তারা।

প্রতিষ্ঠানটির সিইও সৌরভ ইসলাম ই-কমার্স নিয়ে বেশ আশাবাদী।কনসিউমারদের নিজেদেরও যে কিছু অধিকার আছে সেটাকে আবার চাঙ্গা করে তুলতে চান তিনি। তাদের অন্যতম সেরা কাজ ছিল জাগো ও আরলা ফুডসের সাথে অনলাইন কার্যক্রমের মাধ্যমে সারা বাংলাদেশের শিশুদের জন্য পুষ্টিকর খাবার সরবরাহের কাজ করে আসছে। প্রতি মাসে আরলা ১৪০০ শিশুর জন্য দুধের ব্যবস্থা করে থাকে।

যোগাযোগ:  সৌরভ ইসলাম (প্রতিষ্ঠাতা ও সিইও)
ফোন: 01711268177
ইমেইল: unifoxdigital@gmail.com

Source: http://bangla.sdasia.co/
Regards,
Md. Rashadul Islam
Operation Manager
Bangladesh Venture Capital Ltd.