BVCL Forum

Business Registration/Licensing => BSTI, Health, Environment & Others License => Topic started by: Rashadul Islam on March 03, 2018, 12:57:16 PM

Title: ERC Certification for Export and Import
Post by: Rashadul Islam on March 03, 2018, 12:57:16 PM
বর্তমান সময়ে যে দেশ রপ্তানীতে যত এগিয়ে সে দেশ সমৃদ্ধিতেও তত এগিয়ে। আমাদের দেশও এগিয়ে চলেছে সে পথে। তৈরী পোশাক শিল্প আমাদের দেশের সবচেয়ে বড় খাত। কিন্তু আমাদের অনেকেরই জানা নাই রপ্তানী প্রক্রিয়া কিভাবে সম্পাদিত হয়। আমরা ধারাবাহিক ভাবে আপনাদের এ সম্পর্কিত ধারনা দেওয়ার চেষ্টা চালিয়ে যাব।

রপ্তানী প্রক্রিয়ার সর্ব প্রথম ধাপ হচ্ছে এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ERC) সংগ্রহ করা। চলুন জেনে নিই কিভাবে এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ERC) সংগ্রহ করতে হবে সে সম্পর্কে।

প্রথমধাপে আমদানি ও রপ্তানির চীফ কন্ট্রোলারের অফিস থেকে ইআরসি ফরম সংগ্রহ করুন ।
দ্বিতীয় ধাপে বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকের শাখায় সিডিউল ফি জমা দিন।
তৃতীয় ধাপে প্রয়োজনীয় ডকুমেন্টসহ আবেদন ফরম জমা দিন।

(https://i1.wp.com/uddoktarkhoje.com/wp-content/uploads/2016/02/Export-Registration-Certificate.jpg?w=450)
Export-Registration-Certificate
প্রয়োজনীয় কাগজপত্র


১.    আবেদনকারীর সত্যায়িত ছবি
২.    ট্রেড লাইসেন্সের সত্যায়িত ফটোকপি
৩.    স্থানীয় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি বা সংশ্লিষ্ট ট্রেড এসোসিয়েশন এর মেম্বারশীপ   সার্টিফিকেট এর সত্যায়িত কপি
৪.    ট্রেজারী চালানের মূল কপি
৫.    পার্টনারশীপ বিজনেসের ক্ষেত্রে পার্টনারশীপ ডিড (সত্যায়িত কপি)
৬.    লিমিটেড কোম্পানির ক্ষেত্রে


– সার্টিফিকেট অব ইনকর্পোরেশন
– আর্টিক্যালস অব এসোসিয়েশন
– মেমোরেন্ডাম অব এসোসিয়েশন

ফিঃ সিডিউল ফি ৩,০০০.০০ টাকা, নবায়ন ২,০০০.০০ টাকা।

বিস্তারিত তথ্যের জন্যঃ

আমদানি ও রপ্তানির চীফ কন্ট্রোলারের অফিস
১১১-১১৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।