BVCL Forum

Business Registration/Licensing => BSTI, Health, Environment & Others License => Topic started by: Rashadul Islam on February 26, 2018, 06:11:42 PM

Title: Fire License
Post by: Rashadul Islam on February 26, 2018, 06:11:42 PM
যে কোন শিল্প প্রতিষ্ঠানের জন্য অগ্নিপ্রতিরোধক ব্যবস্থা থাকা এবং ফায়ার লাইসেন্স গ্রহন করা অত্যাবশ্যকীয় শর্ত। আমরা অনেকেই জানি না কিভাবে ফ্যাক্টরি বা ভবনের জন্য ফায়ার লাইসেন্স করতে হয়। এ সম্পর্কে জানানোর চেষ্টা করব আপনাদের।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স দপ্তর থেকে ফায়ার লাইসেন্স প্রাপ্তির জন্য আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কিছু কাগজপত্র জমা দিতে হবে আপনাকে। চলুন সেগুলো সম্পর্কে জানি…১. আপনার ভবনের লে-আউট প্ল্যান।
২. মালিকানার দলিল/বাড়ি ভাড়ার চুক্তিনামা
৩. মিউনিসিপালিটি/সিটি কর্পোরেশন/ইউনিয়ন পরিষদের মূল্যায়ন সার্টিফিকেট।
৪. ট্রেড লাইসেন্স (লিমিটেড কোম্পানি হলে সার্টিফিকেট অব ইনকর্পোরেশন এবং
মেমোরেন্ডাম ও আর্টিকেল অব এসোসিয়েশনের কপি)
৫. প্লাষ্টিক/ কেমিক্যাল ইন্ডাষ্ট্রির ক্ষেত্রে কমিশনার/স্থানীয় চেয়ারম্যানের অনাপত্তিপত্র।
৬. প্লাষ্টিক/ কেমিক্যাল ইন্ডাষ্ট্রির ক্ষেত্রে প্রতিবেশীর অনাপত্তিপত্র।ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর ইন্সপেকশনের পর ডিমান্ড নোট ইস্যু করবেন। এই ডিমান্ড নোটের বিভিন্ন শর্ত পূরণ করে নির্দিষ্ট পরিমাণ ফি জমা দিতে হবে আপনাকে। পুনরায় ইন্সপেকশন শেষে সমস্ত শর্ত পূরণ হলে ফায়ার লাইসেন্স পাওয়া যাবে।বিস্তারিত তথ্যের জন্যঃ
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স
সিদ্দিকবাজার ফায়ার স্টেশন, ঢাকা
ফোনঃ ৯৫৫৫৫৫৫, ৯৫৫১৩০০