BVCL Forum

BVCL - How we select project => Newspaper => Topic started by: Reyed Mia, Daffodil on March 03, 2018, 05:28:58 PM

Title: প্রথমবারের মতো ‘ইনকিউবেশন পর্ব’ সম্পন্ন করল ড্যাফোডিলের ৩টি সফল উদ্যোক্তা প্রতিষ
Post by: Reyed Mia, Daffodil on March 03, 2018, 05:28:58 PM
প্রথমবারের মতো ‘ইনকিউবেশন পর্ব’ সম্পন্ন করল ড্যাফোডিলের ৩টি সফল উদ্যোক্তা প্রতিষ্ঠান

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ম্যাঙ্গোটিভি: বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল থেকে প্রথমবারের মতো ‘ইনকিউবেশন পর্ব’ সম্পন্ন করল তিনটি সফল উদ্যোক্তা প্রতিষ্ঠান। ড্যাফোডিল বিজনেস ইনকিউবেটরের আওতাধীন তিনটি উদ্যোক্তা প্রতিষ্ঠান প্রথমবারের মতো ‘ইনকিউবেশন পর্ব’ শেষ করেছে।

প্রতিষ্ঠান তিনটি হচ্ছে বিডি স্যুভেনির, ফুডিফাই এবং আপনারি ডটকম।

তাদের এই উদ্যোক্তার পথচলাতে বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড ইক্যুইটি সহযাত্রী হিসেবে সর্বদা পাশে থেকে তাদের উন্নয়নে কাজ করে গেছে। প্রতিষ্ঠান তিনটির বার্ষিক টার্নওভার গড়ে ৫০ লাখ টাকা এবং ব্যবসায়িক অগ্রগতি গড়ে ২ শতাংশ।

ব্যবসার এই ক্রমবিকাশ উদ্যোক্তাদের বয়সের তুলনায় আশাব্যাঞ্জক কারণ তারা সকলেই বয়সে তরুণ। উদ্যোক্তাগণ তাদের ইক্যুইটি পার্টনার বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডকে লাভসহ বিনিয়োগ ফিরিয়ে দিতেও সক্ষম হয়েছে।

http://bit.ly/2H2al8F