Investment Opportunity > How To Raise Money

ধনী হবার জন্য আপনার পাওয়া সব থেকে কার্যকরী আর্থিক পরামর্শ গুলো কি কি ?

(1/1)

Maliha Islam:
ধনী হবার জন্য আপনার পাওয়া সব থেকে কার্যকরী আর্থিক পরামর্শ গুলো কি কি ?
কখনো শুধু মাত্র টাকা আয় করতে হবে, এমনটা ভেবে কাজ করবেন না। নিজের কাজের প্রতি ফোকাস করুন, আপনার কাজের সমমূল্যের টাকা আপনার ঠিকই আয় হয়ে যাবে।

কখনও বলবেন না "আমি এটি Afford করতে পারি না"। এর পরিবর্তে বলুন, "আমি কীভাবে এটি Afford করতে পারি?"

আপনার যদি Credit এর মূল্য পরিশোধ করার সামর্থ্য না থাকে, তবে কখনোই Credit এর মাধ্যমে কোন কিছু কিনবেন না।

সঞ্চয় না করে বিনিয়োগে মনোনিবেশ করুন।

নিজেকে নিজে Credit দিন। আপনি যা আয় করছেন তার ১০% আপনার নিজের জন্য রাখুন।

Good Debt ও Bad Debt এর মধ্যে পার্থক্যটা জানুন। Good Debt আপনার পকেটে টাকা নিয়ে আসবে ও Bad Debt পকেট থেকে টাকা নিয়ে যাবে।

Asset আপনার পকেটে টাকা নিয়ে আসবে এবং Liability এর কারণে আপনার পকেট থেকে টাকা খরচ হবে। তাই, Asset কেনার পিছনেই টাকা খরচ করুন।

আপনার Active Income কে Passive Income এ পরিণত করুন। Passive Income হচ্ছে এমন আয় যা আপনার নিজের সম্পত্তি থেকে উপার্জন করা যায়।

আপনার Financial Literacy এর উন্নতিতে ফোকাস করুন। ১০ বারের মধ্যে ৯ বার Financial Literacy কে স্ব-শিক্ষিত বলা হয় যা সম্পর্কে কখনো স্কুলে পড়ানো হয় না।

সর্বদা নিজের জন্য একটি Emergency Fund রাখুন। আপনার আয়ের কমপক্ষে ৫% দ্বারা এই Fundটি তৈরী করুন।

Navigation

[0] Message Index

Go to full version